আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ জানুয়ারি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ভারত–বাংলাদেশ সীমান্তের দেবীগঞ্জ এলাকায় দুজন গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিএসএফ গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ দুজনকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
ইসলামপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ দুজন গোপাল বিশ্বাস ও হাবিবুর। দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায়, ইসলামপুর হাসপাতালের চিকিৎসারা তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করেছেন। ইসলামপুর হাসপাতালে জখমদের কাছ থেকে জানাগিয়েছে, তাস খেলার সময় বিএসএফ তাদের উপর গুলি চালিয়েছে।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর ফোনে জানিয়েছেন, গুলি চালনার বিষয়ে বিএসএফের তরফে কনফারমেশন পাওয়া যায়নি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ঘটনার বিষয়ে সমস্ত সম্ভাবনার দিক দেখে তদন্ত শুরু করা হয়েছে।