স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ফেব্রুয়ারি: জলে ডুবে মৃত্যু হল নদিয়ার শান্তিপুরের শান্তিগড় ২ নং কলোনীর দুই স্কুল পড়ুয়া সঞ্চয় দাস ও সুমিত বিশ্বাসের। দুই বন্ধু পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়।ঘন্টা দুয়েক খোঁজাখুঁজির পর তাদের দেহ উদ্ধার করে শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।