সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ ডিসেম্বর: তৃণমূলের বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটর বাইক আরোহী। অপর এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তালডাংরা থানার হাড়মাসড়ায় আজ তৃণমূলের বিজয় মিছিলে যোগ দিয়ে বাইকে তিনজন বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মেলা মোড়ে একটি পোলে সজোরে ধাক্কা মারে মোটরসাইকেলটি।ঘটনায় তিনজন গুরুতর জখম হন। পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তপন মল্ল (৩৮) ও আলোক দুলে(৩২)কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর জখম ব্যক্তি বাপি মল্লকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন বাইক আরোহী চাঁদকুড়ি গ্রামের বাসিন্দা।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।