আমাদের ভারত, ৮ ডিসেম্বর: একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বড়েঞা থেকে আবারও এক শিশু কন্যার উপর ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। আর এরপরই একের পর এক নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা দেখেছেন সুকান্ত মজুমদার। তাঁর পরামর্শ, অন্য রাজ্যের উদাহরণ না টেনে এনে নিজের রাজ্যের নারী সুরক্ষায় উপযুক্ত পদক্ষেপ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া শাস্তির ব্যবস্থা করুন দুর্বৃত্তদের।
নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন, “এটাই কি বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রীর নারী নিরাপত্তার মডেল? কলকাতায় সাত মাসের শিশুকে যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ। মুর্শিদাবাদে পাঁচ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস যৌন নির্যাতন। ভয়াবহ ঘটনাগুলি রাজ্যে নৈরাজ্যের ছবি তুলে ধরে। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের দিকে না দেখে নিজের রাজ্যে নজর দিন। বাংলার মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। দুর্বৃত্তদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন
প্রসঙ্গত, মুর্শিদাবাদের বড়েঞায় পাঁচ বছরে শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন-নিগ্রহের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। পরে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বড়েঞা থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় ৫ বছরের শিশুটিকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে এই যুবক। পরে জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশুটি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
কলকাতার ফুটপাতে সাত মাসের শিশুকে যৌন নির্যাতন থেকে শুরু করে মুর্শিদাবাদের পাঁচ বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। রাজ্যেজুড়ে প্রতিদিন শিশু নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধে লাগাম টানতে ব্যর্থ রাজ্য সরকার। মহিলাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের ঘটনার জেরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বর্তমান প্রশাসনের অধীনে অপরাধীরা নির্ভীক হয়ে উঠেছে। প্রতিদিন সব বয়সের মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন।