জেলা শাসকের মিটিংয়ে গরহাজির, দক্ষিণ দিনাজপুরে শোকজ দুই সরকারি আধিকারিককে

আমাদের ভারত, বালুরঘাট, ২৮ নভেম্বর: গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির না থাকায় জেলা কৃষি আধিকারিক ও জেলা স্কুল পরিদর্শককে (প্রাথমিক) শোকজ করল জেলা শাসক। কাজের পর্যালোচনা ও পরিকল্পনা নিয়ে চলা জরুরি বৈঠকে ওই দুই গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিদের উপস্থিতি জরুরি ছিল বলে জানান জেলা শাসক। বৃহস্পতিবার পেঁয়াজ চাষের মত নয়া পরিকল্পনার সাথে কিছু কড়া সিদ্ধান্ত নেন জেলা শাসক নিখিল নির্মল। কিন্তু ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন দুই আধিকারিক।

গত ১৯শে নভেম্বর গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে জেলার সমস্ত দফতরের আধিকারিকদের সামনে প্রকল্প রূপায়নে ব্যর্থ জেলা শাসককে ধমক দন মুখ্যমন্ত্রী। যার পরেই সরকারি কাজে গতি আনতে একের পর এক মিটিং সারছেন জেলা শাসক।

জেলা প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার জেলা শাসক নিখিল নির্মল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন জন প্রতিনিধি এবং জেলা, ব্লক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক এবং জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক)। ঘটনায় তাদের দু’জনকে শোকজের সিদ্ধান্ত নেয় জেলা শাসক। এই ঘটনায় সরকারি আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে ল।

জেলা শাসক জানিয়েছেন, কাজ না করলে সকলের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *