আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৮ নভেম্বর:
এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি তেঁতুলতলি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শিবু ভুঁইঞা নামে এক বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় শিবুকে প্রথমে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গোসাবা থানার পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
অভিযোগ, এলাকায় বিজেপি করার জন্য এদিন দুপুরে যখন শিবু বাড়িতে ভাত খাচ্ছিলেন তখন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এলাকার তিন তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মীদের নাম সাগরদ্বীপ মৃধা, সঞ্জয় গায়েন ও ইসমাইল বিশ্বাস। অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শিবুকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এলাকায় থাকতে হলে তৃণমূল কংগ্রেস করতে হবে বলেও নিদান দেন ঐ তৃণমূল কর্মীরা। কিন্তু শিবু তা মানতে না চাওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দুটি পায়েই গুলি লাগে শিবুর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে এলাকার মানুষজন তাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এলাকার তৃণমূল নেতা ঝোড়ো ঢালির নেতৃত্বেই এই বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজেপির দক্ষিণ ২৪ পরগণা পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনিপ দাস বলেন, “ গোসাবা ব্লক জুড়েই এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে। উপ নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথেই আমাদের বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটলো। এলাকায় বিজেপি কর্মীদের কোন নিরাপত্তা নেই। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি”।