আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ: রাজ্যে ফেরার জন্য মহারাষ্ট্রের দুটি পরিবারের সদস্যরা বর্ধমান থেকে হেঁটে রওনা দিয়েছে। গাড়িঘোড়া বন্ধ থাকায় এছাড়া তাদের আর কোনও উপায় নেই। এখানে থাকলে হয়ত না খেয়েই মরতে হবে বলে মনে করছেন। তাই হেঁটে সুদুর মহারাষ্ট্রে ফিরতে চাইছেন তাঁরা। ইতিমধ্যে ২০০ হেঁটে বর্ধমান থেকে খড়গপুরে পৌঁছেছে।
তিন শিশু নিয়ে দুই পরিবার সাত দিন আগে বর্ধমান থেকে পায়ে হেঁটে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। লকডাউনের জেরে গোটা দেশে যানবাহন বন্ধ থাকায় তারা নিজেরাই হেঁটে মহারাষ্ট্র পৌঁছনোর সিদ্ধান্ত নেন। কয়েকদিন আগে দিন মজুরির কাজে বর্ধমান এসেছিল মহারাষ্ট্রের এই দুই পরিবার। গত ২৪ মার্চ থেকে করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন হওয়ার ফলে খাদ্য সামগ্রী, বাসস্থান না পেয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ওই দুটি পরিবার। শনিবার সকালে তারা খড়্গপুরে পৌঁছন। তারা জানান, মহারাষ্ট্র যাওয়ার জন্য রওনা দিয়েছেন বর্ধমান থেকে। ইতিমধ্যেই তারা ২০০ কিঃমিঃ পথ অতিক্রম করে পৌঁছেছেন খড়্গপুরে।
পরিবার দুটি মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা বলে জানা গেছে। ঊনচল্লিশ বছরের সাহেব রাও অশ্রু কালপার জানান, করোনা ভাইরাসের জেরে না খেতে পেয়ে বহু কষ্টে বেঁচে রয়েছিl এরপর আরও খাদ্য সংকটের মুখে পড়তে হবে। তাই বর্ধমান থেকে সোজা মহারাষ্ট্রের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি।