আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ নভেম্বর: ভুয়ো পুলিশ সেজে প্রতারণার অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার পুলিশ। ওই মহিলার সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম সায়নী ঘোষ ও দ্বীপ নাটিক। সোমবার রাতে তাদের বারুইপুরের মদারাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের নকল পোশাক ও পুলিশ লেখা একটি স্কুটি।
পুলিশ সূত্রে খবর, এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল যে সায়নী ঘোষ নিজেকে বারুইপুর মহিলা থানার পুলিশ কর্মী ও দ্বীপ নিজেকে বারুইপুর থানার সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে এলাকা থেকে তোলাবাজি করছে। অভিযোগ পেয়ে বারুইপুর মহিলা থানার পুলিশ কর্মীরা ঘটনার তদন্তে নামে। সোমবার সন্ধ্যায় মদারাট এলাকা থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের কাছ থেকে পুলিশ লেখা স্কুটি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে পুলিশের পোশাক।
ধৃতদেরকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, নাটকের পোশাক ভাড়া দেওয়ার একটা দোকান থেকে ঐ পোশাক ভাড়া করেছিল অভিযুক্তরা। সেই পোশাক পরেই পুলিশ কর্মী পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে লোকজনকে ভয় দেখিয়ে তোলাবাজি করত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদেরকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।