আমাদের ভারত, হাওড়া, ১৫ নভেম্বর: নিয়ম বহির্ভূত ভাবে মাটির নীচের থেকে জল তোলা এবং স্বাস্থ্যসম্মত বিধি না মেনে পানীয় জল বোতলবন্দী করার অভিযোগে শুক্রবার হাওড়া জেলা খাদ্য সুরক্ষা দপ্তর দুটি পানীয় জলের কারখানা কে সিল করে দিল। এদিন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা সাঁকরাইলের আলমপুরে একটি জলের কারখানা ও আমতার শ্যাওড়া বেড়িয়ায় আরো একটি জলের কারখানা সিল করে দেয়।
এদিনের এই অভিযান সম্পর্কে হাওড়া জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না জানান, দীর্ঘদিন ধরে হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বেআইনি পানীয় জল তৈরীর কারখানা নিয়ে নানা অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত দু’মাস আগে হাওড়া জেলার একাধিক জলের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে জলের কারখানা গুলি থেকে প্রচুর বেনিয়ম ধরা পড়ে। সেই সময় আমরা কয়েকটি কারখানাকে মাটির নীচে থেকে জল তোলার বৈধ কাগজপত্র এবং পানীয় জল তৈরির অনুমতি পত্র নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে বলি। একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এই দু’টি কারখানার মালিক আমাদের সঙ্গে দেখা না করায় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আজ আমরা এই দুটি জলের কারখানাকে সিল করে দিলাম। তিনি বলেন, এই সমস্ত কারখানায় নিয়ম বহির্ভূতভাবে মাটির নীচ থেকে জল তোলা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসম্মত উপায়ে পানীয় জল তৈরি না করার ফলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। বিশ্বজিৎ মান্না জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।