আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৫ জানুয়ারি:
উস্থির বানেশ্বরপুরে পিকনিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ দুপুরে ১০ থেকে ১২ জন উস্থির বানেশ্বরপুর এলাকায় বাড়ির ছাদে পিকনিক করছিল। সেই পিকনিক চলাকালীন একটি শিশু বছর ছয়েকের রিজওয়ান মোল্লা বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত দেয়। তাতেই সেই শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে আরো দুইজন ছুটে আসে কিন্তু তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। স্থানীয় মানুষরা তাদের উদ্ধার করে বানেশ্বরপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের নাম গাফর লস্কর ও রিজওয়ান মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় মফিজুল মোল্লাকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে এলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে উস্থি থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। দুজনের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।