সিএএ নিয়ে মমতার বিরুদ্ধে ঘোলাজলে মাছ ধরার অভিযোগ বাবু্ল সুপ্রিয়র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জানুয়ারি :
সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘোলা জলে মাছ ধরার অভিযোগ আনলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বিজেপি সব শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে। তবে অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দুদের। আমাদের পাশ্ববর্তী তিনটি দেশ ইসলামিক দেশ। সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাই তাদের কেন এদেশে শরণার্থীর চোখে দেখা হবে বলে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি কখনই চায় না অন্যদেশের সংখ্যাগরিষ্ঠ এদেশে নাগরিকত্ব পাবে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ নিচ্ছে বলে জানান বাবুল সুপ্রিয়। সিএএ নিয়ে মমতার এমন বিরোধীতা ২০২১ সালে দেখে নেওয়া হবে বলে কার্যত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন আসানসোলের সাংসদ।

রবিবার দলের রাজ্য সদর দফতরে তিনি বলেন, মমতা ভুল বুঝিয়ে মানুষকে ক্ষেপিয়ে তুলছেন। পুলিশকে ব্যাবহার করে রাজ্যে গণতন্ত্র হরণ করছে। তবে আগামী বিধানসভা ভোটে তা হবে না বলে জানান বাবুল সুপ্রিয়। বুথের ভিতরে ভোটলুট করা তৃণমূলের সম্ভব হবে না বলে জানান তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারিদের সমর্থনে রাস্তায় নামছে। মানুষকে আমরা বোঝাতেই এবার কর্মসূচি গ্রহণ করেছি বলে জানান কেন্দ্রীয় পরিবেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সিএএ আইন নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাবেন। সেখানে গিয়ে মানুষকে এই আইন সম্পর্কে বোঝাবেন বলেও জানান বাবুল সুপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *