আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ভাদুতলার জঙ্গলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সঙ্গে ১২ চাকার লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাইকে থাকা তিনজনের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাইক আরোহী স্বামী ও সঙ্গে থাকা ছোট্ট কোলের শিশুর মৃত্যু হয়। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় এলাকায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাবস্থা করে। চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ার বাসিন্দা আনন্দ মল্লিক ও ছোট তার কোলের বছর দুয়েকের শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় শালবনী থানার পুলিশ বাহিনী। এলাকায় থমথমে পরিবেশ।