আন্তর্জাতিক নারী দিবসে বসন্ত উৎসবে মাতলেন জেলাশাসক

আমাদের ভারত, হাওড়া, ৮ মার্চ: দোলের আগের দিন বসন্ত উৎসবের মধ্য দিয়ে একটু অন্যরকম ভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করল বিশেষ চাহিদা সম্পন্ন নারীরা। আর এইসব নারীদের সাথে দিনটাকে একটা অন্যমাত্রায় পৌঁছে দিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।

প্রতি বছরের মতো এই বছরেও আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করেছিল উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টার। এদিন আশা ভবন সেন্টারে এই দিনটা পালনের জন্য ভবনের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন নারীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলা, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, আশা ভবন সেন্টারের কর্ণধার জন মেরী বারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে নাচ গান ছাড়াও ছিল রং বেরঙের ভেষজ আবিরের সমারোহ। অবশ্য এদিনের এই রঙের উৎসবে ব্যাবহার করা সমস্ত ভেষজ আবির তৈরি হয়েছে। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের আয়োজিত এই আন্তর্জাতিক নারী দিবসে সকলের সাথে আনন্দ ভাগ করে নেন জেলাশাসক। বিশেষ করে বসন্ত উৎসবের আয়োজনে এদিনের এই নারী দিবস একটু অন্যমাত্রায় পৌঁছেছিল।

নারী দিবসে বসন্ত উৎসবের আয়োজন সম্পর্কে আশা ভবন সেন্টারের কর্ণধার জন মেরী বারুই জানান, প্রতি বছর এই বিশেষ দিনটাকে আমরা পালন করে থাকি
যদিও এই বছর দোলের আগের দিন হওয়ায় বসন্ত উৎসবের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *