international discussion, Medinipur College, মেদিনীপুর কলেজে দু’দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: আন্তর্জাতিক আলোচনাচক্র বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর দর্শন বিভাগের উদ্যোগে কলেজে আয়োজিত হল দু’দিনের এক আন্তর্জাতিক আলোচনাচক্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোজফিক্যাল রিসার্চের অর্থানুকূল্যে কলেজের সেমিনার হলে মার্চ মাসের ১৯ ও ২০ তারিখে আয়োজিত এই আলোচনার শীর্ষক ছিল “কম্প্যারেটিভ ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য ফিলোজফিক্যাল সিস্টেম/মুভমেন্ট অ্যান্ড রিলিজিয়নস”।

আলোচনাচক্রে আমন্ত্রিত বক্তারা ছিলেন জাহাঙ্গীরনগর (ঢাকা, বাংলাদেশ) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মহম্মদ উল্লাহ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ ভূপেন্দ্র চন্দ্র দাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ডঃ নির্মল কুমার রায় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরুণ কুমার চৌধুরী।

আলোচনাচক্রে অংশ নেন মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা ও গবেষকরা। আলোচনাচক্রের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রী সত্যরঞ্জন ঘোষ। এমন আন্তর্জাতিক আলোচনাচক্র আয়োজন করার জন্য তিনি দর্শন বিভাগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *