আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর:
মেদিনীপুর সদর ব্লকের খায়রুল্লা চক নবদয় দীপ্তি সংঘের পরিচালনায় দুই দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হয়েছে ক্লাব সংলগ্ন মাঠে। প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশ নিয়েছে। ম্যাচ দেখতে প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন।
প্রতিযোগিতার ফাইনাল হবে রবিবার। ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার দিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল এতে ছেচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। রবিবার প্রতিযোগিতা শেষে জয়ী এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।