গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ নভেম্বর: ডাকাতির আগেই হাতে নাতে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুড়শুড়া থানার পুলিশ। ধৃতদের নাম রাজু দত্ত ও বিজয় বাঁশি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরবেলা হরিহর এলাকার দামোদর নদীর কাছে।
জানাগেছে, পুলিশ যখন টহল দিচ্ছিল ওই সময় দামোদর নদীর চরের কাছে ৫ জনকে দেখতে পায়। পুলিশকে দেখে তিনজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ দু’জনকে আটক করে। পুলিশ ধৃতদের কাছ থেকে কিছু ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করেছে। ধৃত দুই দুষ্কৃতিকে আরামবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান স্থানীয় এলাকাতে ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। বাকি তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।