TB, Birbhum, ২১ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব নিলো বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ নভেম্বর: “যদি সংবাদপত্র না থাকত তাহলে তদানীন্তন জীবনের ইতিহাস আমরা জানতে পারতাম না। তখনকার নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়, আবার তখনকার সমাজজীবনের পরিচয় আমরা পেতাম না। তাই সাংবাদিক জীবনের একটা বিশাল ভূমিকা আছে”। বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিধানডভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের রামপুরহাটে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। সান্ধ্য অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের ডেপুটি ডিরেক্টর মানস দাস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ার হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস চন্দ্র অধিকারী, রামপুরহাট মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল পলাশ দাস, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার, রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ, রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ সিরাজ জিম্মি। তারাপীঠ তারামাতা সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপরেই মিষ্টি মুখের পালা। আশিসবাবু এবং কাজল শেখ একে অপরকে নাড়ু খাইয়ে দেন।
প্রথমে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর জোর দেন। সেই সঙ্গে রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরেন।

এরপরেই আশিসবাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আজ ব্যতিক্রমী দিন। এই অনুষ্ঠান ব্যতিক্রমী অনুষ্ঠান। দলমত নির্বিশেষে যে সৌজন্যের পরিবেশ তৈরি করেছেন সেটা একদম ব্যতিক্রমী। এই সৌজন্যের পরিবেশ থাকা দরকার”। সংবাদ মাধ্যমের গুরুত্ব বলতে গিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা এমন সংবাদ পরিবেশন করেন যেখানে সরকারের গদি নড়ে যায়। মানুষের অভাব অভিযোগ সাংবাদিকরা তুলে ধরেন। অনেক সময় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর দেখে আমরা এলাকায় ছুটে যাই।”

অনুষ্ঠানে চার জন প্রবীণ সাংবাদিক এবং একজন সিভিক ভলান্টিয়ারকে সম্মাননা জ্ঞাপন করা হয়। যাদের সম্বর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন আনন্দবাজার পত্রিকার অপূর্ব চট্টোপাধ্যায়, দূরদর্শনের সাংবাদিক শম্ভুনাথ সেন, গণশক্তির সাংবাদিক রুহুল আমিন, দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক খাইরুল আনাম। সিভিক ভলান্টিয়ার শিবায়ণ ভট্টাচার্যের হাতেও সম্বর্ধনা তুলে দেওয়া হয়। এছাড়াও ২১ জন যক্ষ্মা রোগীর ছয় মাসের পুষ্টিকর খাবার সরবারহের দায়িত্ব নেয় সংগঠন। পুষ্টিকর খাবারের জন্য একটি চেক তুলে দেওয়া হয় মল্লারপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌরভ চক্রবর্তীর হাতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সম্পাদক সাধন সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *