আমাদের ভারত, মালদা, ১৫ ফেব্রুয়ারি: বাঁশঝাড়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে যায় চার শিশু। এরপর গুণিনের কেরামতিতে মৃত্যু হয় দুই শিশুর। ঘটনাটি মালদার গাজোল থানার আলাল গ্রামপঞ্চায়েতের কদমতলী গ্রামে। ঘটনায় গ্রেফতার ওঝা। ঘটনার পর গ্রামে আসে দুই সদস্যর মেডিক্যাল টিম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম সফিকুল আলম (৫), ফিরোজ রহমান (৭)। মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় চিকিৎসারত রয়েছে কোহিনুর খাতুন (৬), শাবনুর খাতুন (৩)। এরা দুই বোন। কদমতলী গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ ঝাড় রয়েছে। সেখানে ওই চার শিশু খেলা করছিল। এরপরই হঠাৎ শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে শিশুরা অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে যায়।এরপর তারা স্থানীয় ওঝার দ্বারস্থ হয়। এরপর তারা অসম্ভব বলে জানিয়ে দেয়। এরপর দুই শিশুর মৃত্যু হয়।
শিশু মৃত্যুর কারণ নিয়ে ধন্দে মালদা জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তারা। এখনও পর্যন্ত দুই শিশুর মৃত্যুর কারণ স্পষ্ট নয় স্বাস্থ্য কর্তাদের কাছে। গাজোল থানার কদমটলি গ্রামে ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি দল সারাদিন ঘুরেও শিশু মৃত্যুর কারণ জনিত কোনও নমুনা পায়নি। তবে মৃত্যুর পিছনে কোনও অলৌকিক ঘটনা নেই তা স্পষ্ট করে জানিয়েছেন। মৃত শিশুদের পরিবারের সাথে কথা বলে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছেন তারা। তবে স্বাস্থ্য কর্তাদের অনুমান, কোনও ফল জাতীয় খাদ্যের বিষক্রিয়াতে এমন হয়েছে। যদিও এমন কোনও ফলের হদিস পাওয়া যায়নি এলাকায়। স্বাস্থ্য কর্তাদের ভরসা ময়নাতদন্তের রিপোর্ট।
শিশুদের পরিবার সূত্রে জানা গেছে , গতকাল দুপুরে শিশুরা মাছ ভাত খেয়েছিল। তাও তাদের নিজেদের ঘরে। ফলে দুপুরের খাদ্যের বিষক্রিয়ার প্রভাব এই ঘটনা না। তা স্বাস্থ্য কর্তারা মেনে নিয়েছেন। আপাতত মৃত্যুর কারণ না জানা পর্যন্ত এলাকার প্রতিটি শিশুকে অবজারভেশনে রাখা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। মালদার গাজোলে শিশু মৃত্যুর ঘটনায় ওঝা আব্দুল রফিককে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ।
গাজোলের কদমটলি গ্রামের শিশুদের ছোট্ট খেলার মাঠটি আজ প্রায় শিশু শূন্য। স্বাস্থ্য দ্প্তরের কর্তারা ও গ্রামের বাসিন্দারা খুঁজে চলেছে শিশু মৃত্যুর কারণের নমুনা। কিন্তু হতাশ তারা। নমুনা নেই কোথাও। তবুও এই মাঠে শিশুদের খেলতে পাঠাতে ভয় পাচ্ছেন শিশুদের পরিবার। আতঙ্কিত গোটা গ্রাম। এমন ঘটনার পর শিশুদের আর অভিশপ্ত মাঠমুখো যেতে দিতে ভয় পাচ্ছেন তারা।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ঘটনার তদন্তে নেমে ওঝাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।