ফলতায় কারখানা বন্ধের নোটিস, কর্মহীন ৩০০ শ্রমিক

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৫ ফেব্রুয়ারি:
হটাৎ করে কারখানা বন্ধের নোটিশে কর্মহীন হয়ে পড়লেন অন্তত ৩০০ শ্রমিক। ঘটনার জেরে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে।

ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দু’নম্বর সেক্টরের বেসরকারি একটি সোলার প্লেট তৈরির কারখানা বিক্রম সোলার লিমিটেড তাদের একটি ইউনিট হঠাৎ করে এদিন বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে কর্মহীন হয়ে পড়েন ঐ কারখানায় কর্মরত প্রায় ৩০০ শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ ছাড়াই কোম্পানি বন্ধ করে দিয়েছে। অবিলম্বে এই কোম্পানি খুলতে হবে এই দাবিতে এদিন সকাল থেকেই কোম্পানির মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষ চার মাসের বেতন একসঙ্গে দেওয়ার কথা ঘোষণা করলেও শ্রমিকরা তা মানতে নারাজ। এমন অবস্থায় তড়িঘড়ি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অর্ণব নস্কর নামে এক শ্রমিকের। যা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয় কর্মহীন শ্রমিকদের মধ্যে। অবিলম্বে তার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন শ্রমিকরা। এই অবস্থায় তারা মালিকপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি যতদিন না পর্যন্ত মালিকপক্ষ তাদের সাথে বসে ভিআরএস দেওয়ার ব্যবস্থা বা এই ইউনিট খোলার ব্যবস্থা না হচ্ছে ততদিন এই অবস্থান-বিক্ষোভ চলবে।

ঘটনাস্থলে আছে রামনগর থানার পুলিশ। যদিও পুরো ব্যাপারটি নিয়ে কর্তৃপক্ষ কিছুই বলতে চাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন রাজ্যে শিল্প আনার চেষ্টা করছেন, রাজ্যে শিল্পপতিদের ঢালাও ছাড় দিচ্ছেন বিভিন্ন ভাবে, সেখানে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো জায়গায় একটি কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *