পরীক্ষা কেন্দ্রে এসেও টেট দিতে পারলো না দুই পরীক্ষার্থী, বালুরঘাটে পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ ডিসেম্বর: সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় টেট পরীক্ষা দিতে পারলেন না দুই পরীক্ষার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের। রবিবার কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের কাছে কাতর আবেদন জানিয়েও ভেতরে প্রবেশ করতে পারেনি দুই পরীক্ষার্থী। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন এক মহিলা পরীক্ষার্থী। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই পরীক্ষা কেন্দ্রের সামনে।

জানাগেছে, খোকন কুমার পাল নামে এক পরীক্ষার্থী গঙ্গারামপুর থেকে পরীক্ষা দিতে এসেছিল বালুরঘাটে। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে বালুরঘাটের বাসিন্দা সবিতা মাহাতো দেরিতে আসায় তাকেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা। যা নিয়ে কলেজ গেটে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাতর আবেদন জানায় ওই দুই পরীক্ষার্থী। কিন্তু কোনোভাবেই তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রের সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক মহিলাকে। যদিও পরবর্তীতে পরিবারের লোকেরা কিছুটা আশ্বস্ত করে ওই মহিলাকে বাড়িতে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিন এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শহরের কলেজ মোড় এলাকায়।

ঢুকতে না পারা দুই পরীক্ষার্থী বলেন, গাড়ির চাকা পাম্পচার হবার কারণেই কিছুটা দেরি হয়েছিল। যার কারনেই সমস্যা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *