আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: সাত জানুয়ারি প্রতি বছরের মতো লালগড়ের নেতাই গ্রামে শহিদ দিবস পালিত হবে। গ্রামবাসীরা অরাজনৈতিকভাবে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন শহিদদের। তারপর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এতদিন তৃণমূলের পক্ষ থেকে শহিদ দিবসের অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেছেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বিজেপি দলে যোগ দেওয়ায় গোল বেধেছে গ্রামবাসীদের মধ্যে। তাই তারা এবার শহিদ স্মরণ অনুষ্ঠানে পুরোপুরিভাবে রাজনীতি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় বিজেপি তৃণমূল দুই দলই শহিদ বেদীতে মাল্যদান করতে উদ্যোগী হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে সিপিএমের সশস্ত্র বাহিনীর গুলিতে ওই গ্রামের চারজন মহিলা সহ নয় জনের মৃত্যুর অভিযোগ ওঠে। আহত হন ২৭ জন। তারপর থেকেই প্রতিবছর এই দিনটিতে শহিদ অনুষ্ঠান হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলেন। এবার দলবদল করার পর বিজেপির হয়ে শহিদ বেদীতে মালা দেবেন। তৃণমূলের পক্ষ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থেকে শহিদদের শ্রদ্ধা জানাবেন বলে জানাগেছে।
শহিদ কমিটির সভাপতি দ্বারকা নাথ পান্ডা জানিয়েছেন, গ্রামবাসীরা সকাল নটার মধ্যে শহিদ বেদীতে মালা দিয়ে বাড়ি ফিরে যাবেন। এরপর অন্যান্যরা যে যার মতো করে শহিদ তর্পণ করবেন। তাতে গ্রামবাসীদের অংশগ্রহণ থাকবে না। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলে নতুন করে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার তোড়জোড় শুরু হয় এবং শেষ পর্যন্ত শুভেন্দুর জায়গায় পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে।
অন্যদিকে বিজেপিতে গেলেও শুভেন্দু অধিকারীকেই বিজেপি তাদের প্রতিনিধি হিসেবে নেতাই গ্রামে শহিদ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে পাঠাচ্ছে।