আমাদের ভারত, হাওড়া, ১১ জানুয়ারি: রাতের অন্ধকারে দুটি এটিএম ভেঙ্গে প্রায় ৩৩ লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা। এমনকি একটি এটিএম কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানাগেছে, শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা আন্দুল বাসষ্ট্যান্ড লাগোয়া পেট্রল পাম্পের পাশে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে হানা দেয়।
দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন ভেঙ্গে টাকা লুট করার পাশাপাশি কাউন্টারে আগুন লাগিয়ে দেয়। পরে দুষ্কৃতীরা ৩০০ মিটার দূরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে হানা দেয় এবং এখানেও কয়েক লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। দুটি এটিএমে একই দুষ্কৃতীদল হানা দিয়েছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে দুটি এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।