আমাদের ভারত, বেলুড়, ১১ জানুয়ারি: বেলুড় মঠে রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকছেন সেখানকার ইন্টারন্যাশনাল গেস্ট হাউজে। সূত্রের খবর, বেলুড় মঠ কর্তৃপক্ষের চিন্তা ছিল প্রধানমন্ত্রী রাতের খাবার নিয়ে। কিন্তু তাঁর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাতে পরিমিত আহার করেন প্রধানমন্ত্রী। তাই বিশেষ আয়োজনের কোনও প্রয়োজন নেই।
বেলুড় মঠে রাতে যে প্রসাদ সন্ন্যাসীরা খান, তা দিয়েই আহার করবেন নরেন্দ্র মোদি।মঠ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জন্য থাকছে গোবিন্দভোগ চাল ও মুগডালের তৈরি খিচুড়ি, লুচি, পনির, পায়েস। সঙ্গে ১০ রকমের মিষ্টি, বেশ কয়েকটি গুজরাতি ডিস। সেই সঙ্গে থাকবে ফল।
দু’দিনের সফরে আজ কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী৷ প্রথমে ঠিক ছিল, আজ রাতে রাজভবনে থাকবেন তিনি৷ তার আগে বেলুড় মঠ ঘুরে আসবেন৷ জানা গেছে, প্রধানমন্ত্রী বেলুড় মঠে রাত কাটানোর ইচ্ছেপ্রকাশ করেন। সেইমতো ব্যবস্থা এবং নৈশাহার প্রস্তুত করেছেন মঠ কর্তৃপক্ষ।