আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর: আজ দুপুর ২টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার হাসিমপুরে প্রায় ৬৫কেজি গাঁজা উদ্ধার করছে দাঁতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ৬০নম্বর জাতিয় সড়কে হাসিমপুরে ফাঁদ পাতে পুলিশ। একটি ওড়িশা রাজ্যের নাম্বার লাগানো হুন্ডা ভারনা গাড়ি আটকে গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম কানহা সাঁই ও রামচন্দ্র নায়েক, দুজনেরই বাড়ি ওড়িশার গঞ্জাম জেলায়। আগামীকাল তাদের দাঁতন আদালতে তোলা হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে।