সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মমতার বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগ তুললেন লকেট চ্যাটার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মমতার বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, সিএএ ইতিমধ্যেই সারাদেশ জুড়ে লাগু হয়েগিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিদিন এই আইন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে বৃহস্পতিবার রাজ্য সদর দফতরে বসে হুগলীর সাংসদ এই অভিযোগ করেন।

তারপরেই সিএএ নিয়ে বিভ্রান্ত দূর করতে লকেট চ্যাটার্জি বলেন, কোনও ভারতীয়র জন্য এই আইন নয়। প্রতিবেশি দেশগুলি থেকে আগত এদেশের সংখ্যালঘুদের জন্য এই আইন। যারা এদেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। তাদের ভারতের মাটি ছাড়া করতে মোদি সরকার সিএএ আইন এনেছে। তবে আনন্দের কথা বাংলাদেশ থেকে সকল হিন্দুু সরনার্থী কাগজ ছাড়াই এদেশের নাগরিকত্ব পাবেন বলে জানান লকেট চ্যাটার্জি। তবে মমতা বন্দ্যেপাধ্যায়ের এই ভয়ের রাজনীতি মানুষ বুঝতে পারছেন। মানুষ বুঝতে পারছেন কারা এই আইনের বিরোধী। সঠিক সময়ে সিএএ’র বিরুদ্ধে আন্দোলনকারিদের মানুষ যোগ্য জবাব দেবেন বলে জানান বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *