টুসু উৎসবে মেতেছে গোটা জঙ্গলমহল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪জানুয়ারি: মকর পরব জঙ্গলমহলের মানুষের কাছে অন্যতম বড় উৎসব। আর এই মকর পরবকে কেন্দ্র করে টুসু গানে মেতে উঠেছে গোটা জঙ্গলমহল। তাই টুসু বিক্রি চলছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির হাটে বাজারে, শিলদার হাটে বাজারে, বিনপুরের হাটে বাজারে, পড়িহাটির হাটে বাজারে, ঝাড়গ্রাম শহরের বাজারে, ফেকো হাটে, মহাপাল হাটে, গোপীবল্লভপুরের হাটে, পাঁচকানিয়ার হাটে, খড়িকার হাটে, বালিগাড়িয়ার হাটে। ধানের তুষ ও মাটি দিয়ে তৈরি করা হয় টুসু মূর্তি এরপর মূর্তি। তার পরে রং করে বিভিন্ন রঙ্গিন কাগজ দিয়ে সাজিয়ে বিক্রি করা হয় হাটে-বাজারে। যদিও এ বছর টুসুর চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *