Tathagata, Bengali, বাঙালির সঙ্গে অন্য ভারতীয়দের ব্যবধান তৈরীর চেষ্টা, তোপ তথাগতর

আমাদের ভারত, ১১ নভেম্বর: বাঙালির সঙ্গে অন্য ভারতীয়দের ব্যবধান তৈরীর চেষ্টার অভিযোগ এনে ‘বাংলা পক্ষ’ ও তার নেতা গর্গ চ্যাটার্জির নাম বিকৃত করে তাদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু এক্স হ্যান্ডলে এই সতর্কতা-বার্তা দিয়ে লেখেন, “মমতার বি-টিম ক্যাংলা পক্ষ, ও তার পালের গোদা গর্ত চ্যাটার্জির লক্ষ্য হচ্ছে ভারতীয় বাঙালির সঙ্গে অন্য ভারতীয়দের ব্যবধান তৈরী করা। এজন্য তারা ‘গুটকা’ কথাটা খুব ব্যবহার করে। কিন্তু বাস্তব হচ্ছে, বেকার বাঙালি ছেলেরা সিগারেটের টাকা নেই বলে গুটকা খায়! তাই দেয়ালে দেখি বাংলা ভাষায় বিজ্ঞাপন, “মদ গাঁজা ড্রাগ গুটকা আঠার নেশা ছাড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *