হামলা হলে ছেড়ে কথা নয়, ইরানের ৫২টি ঘাঁটি রয়েছে মার্কিন সেনার নজরে, হুঁশিয়ারি ট্রাম্পের

আমাদের ভারত, ৫ জানুয়ারি:সম্মুখ সমর প্রায় শুরু হবো হবো করছে। তবে চরমে উঠেছে কথার যুদ্ধ। জেনারেল কাসেম সুলেমানির হত্যার পর হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে টুইট করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, আমেরিকার কোন ব্যক্তি বা সম্পত্তির ওপর আঘাত হানলে ইরানের ৫২ টি ঘাঁটিতে দ্রুত এবং কড়া আক্রমণ হবে। কারণ ইরানের ৫২ টি ঘাঁটিতে ইতিমধ্যেই লক্ষ্য স্থির রেখেছে মার্কিন সেনা।

টুইটে ডোনাল্ড ট্রাম্প আরোও বুঝিয়ে দিয়েছেন, সামরিক সরঞ্জামে আমেরিকা ১ লক্ষ কোটি টাকা খরচ করে। বিশ্বের সর্বোচ্চ ও সেরা অস্ত্র ভাণ্ডার রয়েছে তাদের কাছে। তাই যদি আমেরিকা বা তার দেশের কোন সম্পত্তির ওপর ইরান আক্রমণ করে তাহলে তাদের নতুন ও সুসজ্জিত সামরিক সরঞ্জাম ইরানে আঘাত হানার জন্য ব্যবহার করতে কোন রকম দ্বিধা করবেন না আমেরিকা।

ট্রাম্পের এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। এর আগে শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে মার্কিন হানায় মৃত্যু হয়েছে ২ ইরানি শীর্ষ সেনা আধিকারিক। যার মধ্যে ছিল কাশেম সুলেমানি। শনিবার তার পাল্টা জবাব পাওয়া যায় ইরাকের গ্রীনজনে রকেট হামলার ঘটনায়। জানা যায় পরপর দুটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে। এতে বেশ কিছু মার্কিন সেনার মৃত্যু হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *