জেলে যেতে হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও, লোকসভায় সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিকে হাতিয়ার করে লোকসভায় তৃণমূলকে কোনঠাসা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জেলে গেছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী, জেলে বিধায়ক মানিক ভট্টাচার্য। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা। তার মধ্যে সুকান্ত মজুমদার আরও বড় দাবি করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে।

প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় এজেন্সির তরফে রাজ্যের শাসক দলের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে সরব বিজেপির রাজ্য সভাপতি।

বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাংলার শিক্ষকরা একটা সময় গোটা বিশ্বে শিক্ষা প্রদান করতেন। আজ বাংলায় শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে।” একই সঙ্গে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী জেলে, উপাচার্য জেলে, আরও অনেককে যেতে হবে।” এরপরই সুকান্ত দাবি করেন, “তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে।”

লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, “মোদী সরকারের আমলে দুর্নীতি করলে শাস্তি হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *