পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: কলকাতার আর জি কর হাসপাতালের নিন্দনীয় ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে রাজ্য থেকে শুরু করে গোটা দেশজুড়ে। এই পরিস্থিতির মাঝে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কাজীচকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং অপরাজিতা বিলের সমর্থনে প্রতিবাদ সভা করল তৃণমূল নেতৃত্ব।
এদিন উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
প্রসঙ্গত গত ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। যদিও তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই- এর উপর।