আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: ১০ টি ওয়ার্ড বিশিষ্ট খড়ার পৌরসভায় শপথ গ্রহণকে ঘিরে টানা পোড়েন ও চরম উত্তেজনা। দলের নির্বাচিত চেয়ারম্যানকে মেনে নিতে পারেনি তৃণমূলের একাংশ। শপথ গ্রহণের আগে খড়ার পৌরসভার সামনে তৃণমূলের দুই পক্ষের বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। চাপে পড়ে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য তৎক্ষনাৎ শুরু হয় ভোটাভুটি। আর এই ভোটাভুটিতে তৃণমূলের বিক্ষুব্ধদের পাশে দাঁড়ায় বিজেপির দুই জয়ী কাউন্সিলর। এতেই নতুন মোড় নেয় খড়ার পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রীতিমতো দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে তৃণমূলের বিক্ষুব্ধদের চাপে পড়ে রাজ্য নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলইকে পরিবর্তন করে ভোটাভুটিতে জয়ী হন খড়ার পৌরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূলের জয়ী কাউন্সিলর প্রদ্যুৎ মন্ডল। ভোটাভুটি হয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের ঘোষিত কাউন্সিলর সন্ন্যাসী দোলই বনাম তৃণমূলের অপর গোষ্ঠী তথা খড়ার শহর তৃণমূলের সভাপতি তথা ৭ নং ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী প্রদ্যুৎ মন্ডলের সাথে। শেষমেষ ৬-৪ ব্যবধানে ভোটাভুটি হয় এবং তাতে বিজেপির দুই কাউন্সিলরের সমর্থন পেয়ে ভোটাভুটিতে জয়ী হয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন প্রদ্যুৎ মন্ডল।
যদিও এবিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত বলেন, এই ঘটনা নিন্দনীয়। এটা কোনও দলের শৃঙ্খলা নয়। দল একে সমর্থন করে না। যারা এসব করলো তারা তৃণমূল হলেও আদৌ তৃণমূলে থাকবে কি না তা ভাবতে হবে। এবিষয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। খড়ার পৌরসভায় শপথ গ্রহণ ভন্ডুল করে বিজেপির সমর্থনে তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল ও বিজেপির সাথে তৃণমূলের যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
যদিও এবিষয়ে ভোটাভুটিতে জয়ী হওয়া চেয়ারম্যান প্রদ্যুৎ মন্ডল বলেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু গোষ্ঠী গজিয়ে উঠেছিল।মমতা ব্যানার্জির নির্দেশ শীরধার্য কিন্তু লোকাল কিছু নেতৃত্বের কারচুপির জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হল তা দল খতিয়ে দেখুক।”
যদিও ভোটাভুটিতে বিজেপির দুই কাউন্সিলর তৃণমূলের প্রদ্যুৎ মন্ডলকে সমর্থন করা নিয়ে বলেন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য প্রদ্যুৎবাবু একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তাকে সমর্থন করেছি মাত্র। কিন্তু তৃণমূলের একটি গোষ্ঠী সবকিছু আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল তাতে পৌরবাসীর উন্নয়ন ব্যহত হত।” আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ঘাটাল থানার ওসি, এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী মজুত ছিল।