Kunal, Bikash, ‘যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি’, বিকাশ ভট্টাচার্যকে কটাক্ষ তৃণমূলের কুণালের

আমাদের ভারত, ৩০ এপ্রিল: এসএসসি-র নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্ট গোটা প্যানেল বাতিল করায় ক’দিন ধরে প্রবল আলোড়ন চলছে বিভিন্ন মহলে। মঙ্গলবার সেই ব্যাপারে রাজ্যসভার সদস্য তথা সিপিএমের আইনজীবী নেতা বিকাশ ভট্টাচার্যকে কটাক্ষ করলেন তৃণমূলের কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, “কেন আপনি যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি করছেন? হাইকোর্টে বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। প্রশ্নকর্তারা সকলেই চাকুরিরত যোগ্য শিক্ষক। উত্তর দিতে না পেরে পালালেন বিকাশ। বিচারপতিও আজ বলেছেন, “প্যানেল বাতিল চাইছেন কেন বারবার? বিকল্প ব্যবস্থা নিয়ে কিছু বলুন।” মুখোশ ক্রমশ খুলছে।”

অপর একটি এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, “বাম, কং, বিজেপি মুখে বলছেন যোগ্যদের চাকরি চাই। কিন্তু ভুল সংশোধন করে তৃণমূল কংগ্রেস সরকার যখন যোগ্যদের চাকরির চেষ্টা চালাচ্ছে, তখন ওদের উকিলরা গোটা প্যানেল বাতিলে মরিয়া। এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছেন। এরা সব লন্ডভন্ড করে শুধু রাজনৈতিক ফায়দা চাইছে। এই দ্বিচারিতার মুখোশ খুলছে।”

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের একাধিক মামলায় আইনি লড়াই করেছেন বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এনিয়ে বহু মহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবার তৃণমূলের তরফে কখনও নাম করে কখনও আবার নাম না করে চাকরিতে জটিলতা সৃষ্টি করার জন্য তাঁকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হাইকোর্টে ছিল টেট- এর একটি মামলা। সেই মামলার শুনানির পর তিনি এজলাসের বাইরে বেরিয়ে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মামলাকারী। পুলিশ গিয়ে ওইসব বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *