সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ নভেম্বর: রাত পোহালেই ভোট। একদা জেলার লাল দূর্গ হিসাবে খ্যাত তালডাংরা এক দশকের উপর তৃণমূলের দখলে। এখন সেই আসন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ তৃণমূলের। প্রধান বিরোধী দল বিজেপির কঠিন চ্যালেঞ্জ এর মুখে পড়েছে তৃণমূল।বিজেপির রাজ্য নেতৃত্বও এরকমই আশা প্রকাশ করেছেন।
গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হলেও তালডাংরা বিধানসভায় বিজেপির থেকে মাত্র সাড়ে ছ’ হাজারের মতো ব্যবধানে এগিয়ে ছিল।আর জি কর কান্ড থেকে দলের শীর্ষ নেতাদের দুর্নীতি, হাজতবাস ইত্যাদির ঘটনায় কোণঠাসা তৃণমূল জোরদার প্রচার করলেও বিজেপি এই আসনে অঘটন ঘটাতে কোমর বেঁধে নেমেছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ প্রচারে এসে ঝড় তুলেছেন। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই আসনের দায়িত্বে রয়েছেন।জেলার প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা, লক্ষ্মণ ঘোড়ুই এলাকা চষে বেড়িয়েছেন।লক্ষ্য একটাই অঘটন।
অপরদিকে তৃণমূল নেতৃত্ব জয়ের ব্যপারে নিশ্চিত বলে প্রচার করলেও চিন্তার ভাঁজ সকলের কাছেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক নেতার কথায় পরিস্থিতি যে একেবারে অনুকূল তা বলা যাবে না। আর জি কর, নেতা মন্ত্রীদের দুর্নীতি, জেল এগুলো প্রভাব পড়বেই এটা নিশ্চিত। যেহেতু এলাকাটি গ্ৰামীন তাই এগুলো খুব একটা প্রভাব পড়বে না বলে জেলা নেতারা বললেও বিষয়টি সহজ নয়।
তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু একান্তে বলেছেন জয় তো একশো শতাংশ নিশ্চিত। ব্যবধানটা কতটা হয় সেটাই দেখার। এই কেন্দ্রে বিজেপি স্থানীয় কন্যা অনন্যা রায় চক্রবর্তীকে প্রার্থী করে চমক দিয়েছে। অনন্যাদেবী বৈবাহিক সূত্রে এখন বাঁকুড়া শহরের বাসিন্দা শুধু নয়, দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রতীকে লড়াই করে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে নজির গড়ে প্রচারের আলোয় আসেন। অতি সম্প্রতি রাজ্য সভাপতির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তার পরেই বিধানসভার প্রার্থী।সেই অনন্যাদেবী তালডাংরায় নজির গড়বেন বলে আশাবাদী বিজেপি কর্মীরা।
আগামীকাল এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ২,৪১,৪৯৭ জন ভোটদাতা তাদের মতদান করবেন। ২৬৪টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গৃহীত হবে। ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছেন।