আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৫ ডিসেম্বর: “আগামী বিধানসভা নির্বাচনে দলের জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে লড়াই হবে। জেলার ১১টি আসনেই জয়ী হবে তৃণমূল”। রবিবার বীরভূমের রামপুরহাটে তৃণমূলের কোর কমিটির মিটিং শেষে একথা সাংবাদিকদের জানান সিউড়ির বিধায়ক, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। তবে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি।
অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর রামপুরহাটে কোর কমিটির দ্বিতীয় বৈঠক হল রবিবার। বৈঠকে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা, সুদীপ্ত ঘোষ। সভা শেষে বিকাশবাবু বলেন, “অনুব্রতর সভাপতিত্বে কোর কমিটির মিটিং হয়েছে। কারণ তিনি আমাদের দলের জেলা সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী জানুয়ারি মাসে রাজ্য থেকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলি পালন করা হবে। সেই সঙ্গে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করেছে। তাঁরা যেন ব্লক সভাপতি এবং বুথ সভাপতিদের নিয়ে মানুষের পাশে থেকে সমস্যা হলে তার সমাধান করে দেন”।
এরপরেই বিকাশবাবু বলেন, “আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা লড়াই করব। বীরভূমের ১১টি এবং বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউসগ্রাম বিধানসভায় আমরা জয়লাভ করব। ১৪টি আসনেই বিরোধী শূন্য করব অনুব্রত মণ্ডলের নেতৃত্বে”। যদিও এদিন কাজল শেখ কোনো মন্তব্য করতে চাননি।