পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: ছাত্র-যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং নিট দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার মেদিনীপুরে বিক্ষোভ সমাবেশ করলো তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে মেডিকেল এন্ট্রান্স রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মেদিনীপুর কলেজের সামনে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।