আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ মে: ফের ভাঙন তৃণমূলে। এবার আমডাঙ্গা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদলবলে বিজেপিতে যোগ দিলেন। নৈহাটির সিংহ ভবন কার্যালয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জির উপস্থিতিতে রবীন্দ্রনাথবাবু ছাড়াও তৃণমূলের সংখ্যালঘু সেলের কয়েকজন গেরুয়া শিবিরে যোগ দিলেন। যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমডাঙ্গায় রবীন্দ্রনাথবাবুর যথেষ্ট প্রভাব আছে। উনি সুবক্তা। ওনাকে বিজেপি পরিবারে স্বাগত জানালাম। আমডাঙ্গা কেন্দ্র থেকেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ১২ বছর ধরে তৃণমূল করছি। কিন্তু শেষ তিন বছর মানুষের জন্য কাজ না করার বেদনা সহ্য করতে হয়েছে। তাই অর্জুন দার হাত ধরে বিজেপিতে এসেছি। তাঁর দাবি, ব্যারাকপুরে অর্জুনের জয় নিশ্চিত।