পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ মার্চ:
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পূর্ব মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো নন্দীগ্রাম।
নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুর বাজারে তৃণমূল কংগ্রেসের সভা শেষ করে বাড়ি ফেরার পথে তৃণমূল কংগ্রেসের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তৃণমূল কংগ্রেস কর্মীর ওপর হামলা ও মারধরের অভিযোগ তৃণমূলের। ঘটনায় আহতদের মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়ে। দলীয় কর্মীকে মারধরের ঘটনায় মহেশপুর বাজারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ করলো তৃণমূল।
যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে বিজেপি।