নীল বনিক, আমাদের ভারত, ২৯ মে: বিরোধীদের অভিযোগ উড়িয়ে করোনা সংক্রমন বাংলায় কমছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি এক ভিডিও বার্তায় রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান, গত দুসপ্তাহে করোনার সংক্রমন কমছে।
তথ্যদিয়ে তিনি বলেন, আগে করোনা সংক্রমন রাজ্যে ছিল ৫ শতাংশ। আর বর্তমানে তা কমে ২.৫৮ শতাংশ হয়েছে। পাশাপাশি বাংলায় আগে ২টি ল্যাবে করোনার পরীক্ষা হতো। আর এখন ৩৩টি ল্যাবে হচ্ছে। সংখ্যাটা আরও বাড়বে বলে জানান তৃণমূল সাংসদ।
তিনি আরও বলেন আমফানের তান্ডবের মধ্যেও বাংলায় করোনার পরীক্ষা হয়েছে। এইসময় দৈনিক পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৫৬ জনের। এছাড়াও রাজ্যে এখন পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজার জনের করোনার পরীক্ষা হয়েছে। দৈনিক গড়ে বাংলায় ৯ হাজার ২৫০ জনের পরীক্ষা হচ্ছে। তবে বাংলার করোনার সংক্রমন কমা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ। তিনি বলেন, পরিয়ায়ী শ্রমীকদের নিয়ে ট্রেন রাজ্যে আসছে। তাই করোনার সংক্রমন আগামীদিনে কোন পর্যায়ে থাকবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি বারবার অভিযোগ করছে, রাজ্যে ঠিকমত করোনার পরীক্ষা হচ্ছে না। তাই একভিডিও বার্তায় কোন রাজ্যে কত করোনার পরীক্ষা হচ্ছে তা তথ্য দিয়ে জানান ডেরেক।