নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ মে: ফের দক্ষিণ কলকাতায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্য রাস্তায়।
গতকাল রাতে দুই মন্ত্রী অনুগামীদের সংঘর্ষ গাড়ি ভাঙ্গচুর করা হয়। দুই পক্ষই থানায় বিক্ষোভ দেখায়।
বৃহস্পতিবার রাতে কলকাতার নিউ আলিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। মাঝেরহাট কলোনিতে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও কাউন্সিলার জুঁই বিশ্বাসের অনুগামীরা। মন্ত্রী
অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস।
গোষ্ঠীকোন্দল একসময় হাতাহাতিতে পৌছয়। এতে জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন তৃণমূল কর্মী। শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের গাড়ি ভাঙ্গচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শোভনদেবের অনুগামী নীল মালাকার ও তাঁর সঙ্গী তানিয়া পাল। নীল মালাকারের অভিযোগ, তিনি রাত ১০টা নাগাদ মাঝেরহাট কলোনিতে এক সহকর্মীর বাড়ি গেলে আচমকা তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হয়। সেই থেকে ঘটনার সূত্রপাত।
অন্যদিকে কাউন্সিলার জুঁই বিশ্বাসের অনুগামীদের অভিযোগ, নীল ও তানিয়াই দলবল নিয়ে তাঁদের ওপরে হামলা চালিয়েছেন। তাদের বক্তব্য, জুঁই বিশ্বাসের এলাকায় কেন শোভন দেবের অনুগামীরা এসেছে? এমনকি থানার সামনে এসেও তাঁদের মারধর করেন বলে অভিযোগ। দু’পক্ষই হামলাকারিদের গ্রেফতারের দাবিতে নিউ আলিপুর থানায় অভিযোগ জানাতে আসে। হামলাকারিদের গ্রেফতারের দাবিতে দুই গোষ্ঠীর তৃণমূল সমর্থকেরাই কলকাতার নিউ আলিপুর থানায় বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরেই দক্ষিণ কলকাতার দুই হেভিওয়েট মন্ত্রীর অনুগামীদের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে হাজরা মোড়, রাসবিহারী ও টলিগঞ্জের কিছু এলাকা। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছেন। ফের এবার আলিপুরে দেখাগেল একই ছবি।