FIR, Mahua Maitra, পুলিশকে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল সাংসদ, বিতর্কিত মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের

আমাদের ভারত, ৭ জুলাই: ফৌজদারী আইনি মামলায় নাম তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের। তাঁর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। এর আগে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। তারপর এই বিষয়ে এফআইআর দায়ের হয়।

দিল্লি পুলিশের স্পেশাল শেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটিজিক অপারেশন ইউনিট এই মামলার তদন্ত করবে। সোশ্যাল মিডিয়া‌ প্ল্যাটফর্ম থেকে এক্স হ্যান্ডেলের বিবরণ নেবে। সেখানে রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকার মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ।

গত বৃহস্পতিবার একটি ভিডিওতে রেখা শর্মাকে নিয়ে মন্তব্য করেন এক ব্যক্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন লোক রেখা শর্মার পেছনে ছাতা ধরে হাঁটছেন। সেখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেছেন কেন রেখা শর্মা নিজের ছাতা নিজে ধরতে পারছেন না? তাতে মহুয়া মৈত্র মন্তব্য করেছেন তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত। তারপরে জাতীয় মহিলা কমিশনের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বলা হয় মন্তব্যগুলি আপত্তি জনক এবং একজন মহিলার মর্যাদা লঙ্ঘন করে। সেখানেই বলা হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা উচিত।

এরপর মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করেন। পরবর্তী সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা হয়। তবে বিতর্কিত পোস্টটি মুছে দিয়েছেন তিনি।

এর আগে ডিসেম্বরে ক্যাশ ফর কোয়েরির জেরে মহুয়া মৈত্রের সাংসদ পথ বাতিল হয়েছিল। তারপর ২৪- এর লোকসভা নির্বাচনে আবারও কৃষ্ণনগর থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে সংসদ হয়েছেন মহুয়া। কিন্তু ফের তিনি মামলায় জড়ালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *