আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ মে: ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং’কে প্রাণ নাশের হুমকি মেসেজ দেওয়ার ঘটনার পর এবার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম’কে প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনা ঘটলো। এই ঘটনা প্রকাশ্যে আনলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাকে কেউ খুনের হুমকি দিয়ে ভয়েস মেসেজ দিচ্ছে, আর তিনি এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।
এবার প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন অভিযোগ করে বলেন, পরশুদিন ফোনে সুবীর দাস নামে এক ব্যক্তি তাকে বলেন আপনি খুন হবেন। পরিবার নিয়ে এখান থেকে চলে যান। যাদের সাথে দেখা করবার করে নিন। আবার গতকাল রাত বারোটা নাগাদ ওই নাম্বার থেকে একটি ফোন আসে। সেখানে বলা হয় যতই সিকিউরিটি থাকুক খুন হবেনই সোমনাথ শ্যাম। ফোনে হুমকি দিতেই থাকে। সোমনাথ শ্যাম দাবি করেন, ভিকি যাদব খুনের ঘটনায় জেল থেকে বেল পেয়েছেন, তারাই এই হুমকি দিচ্ছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। অভিযোগও দায়ের করেছেন।