Sukanta, BJP, TMC, বার ডান্সারকে ফ্লাইং কিস তৃণমূল বিধায়কের, ভিডিও পোস্ট করে কড়া সমালোচনা সুকান্তর

আমাদের ভারত, ২১ নভেম্বর: ভিডিও কলে এক মহিলাকে ফ্লাইং কিস দিচ্ছেন, এমনই অভিযোগ উঠল বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক তথা তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। তিনি পানিহাটির বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যে মহিলার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছেন নির্মলবাবু সেই মহিলা একজন বার ডান্সার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখা যাচ্ছে তা যে শুধু লজ্জাজনক সেটাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের অবস্থা নিয়ে প্রভূত আতঙ্ক তৈরি করে। রাজ্যের মহিলারা লাগাতার দুষ্কৃতিদের দানবীয় ক্ষুদার শিকার হচ্ছেন। কিন্তু তারা কোনো সুবিচার পাচ্ছেন না? শাসক দলের ছত্রছায়াতে এই নির্মম ঘটনাগুলো ঘটেই চলেছে।

এরপরে ভিডিওটির বর্ণনা দিয়েছেন সুকান্তবাবু। তিনি লিখেছেন, ভিডিওতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি নির্মল ঘোষ। রাজ্যের বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক। এই নেতার প্রভাব ব্যবহার করেই প্রমাণ লোপাট করতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ বেআইনিভাবে দাহ করা হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরনের নেতাদের দিয়ে রাজ্য চালাচ্ছেন, যা অবমাননাকর।

আবার এই ঘটনার সরসরি প্রতিক্রিয়া দিতে গিয়ে
সুকান্তবাবু বলেন, এটাই তৃণমূলের কালচার। যে মহিলাকে কিস করছেন তিনি সম্ভবত বার ডান্সার। আর জি কর কান্ডে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে। যে মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত মহিলাকে টিকিট দিয়েছি, তারা মহিলাদের কি নজরে দেখছেন বা কি উদ্দেশ্যে রাজনীতিতে নিয়ে আসেন এই সমস্ত লিডারদের দেখে সেটা বোঝাই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *