নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ:
পঞ্চম আসনে এবার এরাজ্যের রাজ্যসভার ভোটের লড়াই জমিয়ে দিল বিজেপি। পঞ্চম আসনে প্রার্থী দেবার চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূল। বাম, কংগ্রেস জোট প্রার্থী বিকাশ ভটাচার্য পঞ্চম আসনে বৃহস্পতিবার মনোনয়ন তুলেছে। তারপরেই নাটকীয় ভাবে এদিন রাজ্যসভার মনোনয় তুললো বিজেপি।
দলের পরিষদীয় নেতা মনোজ টিগ্গা বলেন, আমি দলের নির্দেশে পঞ্চম আসনে প্রার্থী দেবার জন্য মনোনয়ন তুলেছি। বিধায়কের সংখ্যার নিরিখে বিজেপি জয়ের ধারে কাছে নেই। রাজ্য বিধানসভায় বিজেপির নিজস্ব বিধায়ক ছয়। দলবদলের জন্য এই মুহুর্তে বিজেপির বিধায়ক রয়েছে ১৬। জিততে গেলে দরকার ৪৯। সহজ অঙ্ক সত্বেও মনোয়ন তোলার পর আতঙ্ক শুরু হয়েছে তৃণমূল সহ বাম, কংগ্রেস জোটের মধ্যে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফের চুপিসারে দলভাঙানোর খেলায় নামছে বিজেপ? উত্তর অবশ্য কোনো বিজেপি নেতাই দিতে চাইছেন না।