TMC leader, Ram Mandir, Sukanta, সুকান্তর দেওয়া স্পেশাল ট্রেনে চেপে রামমন্দির দর্শন তৃণমূল নেতার! তুমুল হৈচৈ বালুরঘাটে, কটাক্ষ বিজেপির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ মার্চ: সুকান্তর দেওয়া ট্রেনে চেপে রাম মন্দির দর্শন তৃণমূল নেতার। ঘটনাকে ঘিরে তুমুল হৈচৈ বালুরঘাটের ৬ নম্বর ওয়ার্ডে। লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে খোদ ওয়ার্ড তৃণমূল সভাপতির এমন কর্মকান্ডে রীতিমতো হতবাক হয়েছেন অনেকেই। যদিও এই নিয়ে তেমন কোনো দোষ দেখছেন না ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুব্রত সাহা। তাঁর দাবি, দল হিসাবে তিনি সেখানে যাননি। প্রতিবেশীদের সাথে অযোধ্যা দর্শনে সামিল হয়েছিলেন মাত্র। এদিকে এই ঘটনার কথা জানেনই না টাউন তৃণমূল সভাপতি।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় বালুরঘাট রেল স্টেশন থেকে ১৪৭৭ জন যাত্রী নিয়ে রওনা হয় আস্থা স্পেশাল ট্রেন। যে ট্রেনে উঠে করজোড়ে যাত্রীদের স্বাগত জানিয়েছিলেন সুকান্ত। মাথাপিছু ১৬০০ টাকা করে নেওয়া ওই বিপুল সংখ্যক যাত্রীদের জোগাড় করতে বেশকিছুদিন ধরে মাঠে নেমেছিলেন বিভিন্ন স্তরের বিজেপি নেতারা। আর যে কারণে ওইদিন প্রথম থেকে শেষ পর্যন্ত বালুরঘাট স্টেশন কার্যত মুখরিত হয়েছিল জয় শ্রীরাম ধ্বনিতে। শুধু তাই নয়, বিজেপি নেতাদের সাথে নিয়ে ট্রেনের ভিতরে দর্শনার্থীদের সাথে কথা বলে সুকান্ত মজুমদার নিজেও জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। আর যে ট্রেনে চেপে রামমন্দির দর্শন করবার লোভ সামলাতে পারেননি খোদ তৃণমূল নেতাও। বালুরঘাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল নেতার নাম সুব্রত সাহা। যিনি শুধুমাত্র দলের গুরুত্বপূর্ণ কাজই নয়, ওই ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতির পদেও রয়েছেন। আস্থা স্পেশাল ট্রেনের ভিতরে কপালে গেরুয়া তিলক লাগানো তার সেই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো হৈচৈ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বালুরঘাট শহরে। খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতির এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক হয়েছেন ওই ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কর্মীরাও। অনেকে আবার এই ঘটনাকে কটাক্ষ করে বলছেন, দিনে তৃণমূল রাতে বিজেপি। যদিও এই ঘটনা নিয়ে তেমন কোনো দোষ দেখছেন না ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুব্রত সাহা। তাঁর দাবি, এখানে দলের কোনো ব্যাপার নেই। প্রতিবেশীদের সাথে উৎসাহে সামিল হতেই রামমন্দির দর্শনে গিয়েছেন তিনি। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে জোর কটাক্ষ করেছে বিজেপি, তাদের দাবি, তৃণমূলের নেতারা যে পাপ সঞ্চয় করেছে তার প্রায়শ্চিত্ত করতেই রামমন্দির দর্শনে যাচ্ছেন দলে দলে তৃণমূল নেতারা। অপেক্ষা করে আছেন পরবর্তী ট্রেনেরও।

জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, শুধুমাত্র তৃণমূলের ওই ওয়ার্ড সভাপতিই নয়, দলে দলে তৃণমূল নেতারা অযোধ্যায় গিয়েছেন তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। আরো অনেক নেতা অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের।

৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুব্রত সাহা জানিয়েছেন, রাম মন্দির দর্শন করার ভাবনা নিয়ে প্রতিবেশীদের সাথে অযোধ্যায় গিয়েছেন তিনি। এখানে দলের কোনো ব্যাপার নেই।

বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি দেবাশীষ কর্মকার জানিয়েছেন, সুব্রত সাহা তাদের দলের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতির পদে রয়েছেন। তবে তার অযোধ্যায় যাবার ব্যাপারে তেমন কিছু জানেন না তিনি।

জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, সুকান্তর নেতৃত্বে অযোধ্যায় যে স্পেশাল ট্রেনটি গিয়েছে পক্ষান্তরে তাতে শুধুমাত্র বিজেপির লোকেরাই গিয়েছে বলে শুনেছেন। তবে তাদের দলের ওয়ার্ড সভাপতি সেখানে ছিল কিনা তার জানা নেই। খোঁজ নেবার পরেই তা বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *