গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৬ অক্টোবর: তৃণমূল নেতার রহস্যজনকভাবে দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের স্থানীয়দের দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আরামবাগের বাসুদেবপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম ফয়েজ উদ্দিন (৩৮)।
জানা গেছে, আরামবাগের টোটো ইউনিয়নের নেতা ফয়েজ উদ্দিন রাতে বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করার পর বাড়িতে শুয়েছিল। বুধবার সকালে, রান্নাঘরে গামছায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। মৃতদেহটি মেঝেতে পড়ে ছিল। মাথায় আঘাতের চিহ্ন ও মেঝেতে রক্ত ছিল। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায স্থানীয়রা। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়।