আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: প্রতিবছরের মতো এবারও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মেদিনীপুর শহর ও জেলা তৃণমূল যুবর পক্ষ থেকে জন্মদিন পালনের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের খাবার দেওয়ার জন্য মেদিনীপুরে তৃণমূল যুব কংগ্ৰেসের নেতাকর্মীরা খাবার নিয়ে শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড নজরগঞ্জ এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রমগুলিতে হাজির হন। বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় দুপুরের খাবার।
জেলা তৃণমূল যুবর কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, প্রতিবছরই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করি, এবারও দুঃস্থ মানুষদের সেবা করে তার দীর্ঘায়ু কামনা করেছি। এবছর প্রায় তিন হাজার দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যাবস্থা করা হয়।