সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ ফেব্রুয়ারি: বেশ কিছুদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই পরিস্থিতিতে গাইঘাটার তৃণমূল নেতার, সন্দেশখালি করে দেওয়ার হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই ঝাঁটা নিয়ে প্রতিবাদে নেমেছেন গাইঘাটা থানার ফুলসড়া এলাকার মহিলারা। অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ দাস ওরফে ট্যারা বিশু। পেশায় প্রোমোটার বলে দাবি স্থানীয়দের। তার স্ত্রী ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা।

স্থানীয় সূত্রের খবর, বাপি সরকার নামে এক যুবক বইকারা এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করছেন। বাপি ও তার স্ত্রীর অভিযোগ, তৃণমূল নেতা ট্যারা বিশু তাদের জমির উপর থেকে জোর করে রাস্তা করতে চাইছে। বাধা দিলে সে তার দল বল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালি করে দেওয়ার হুমকি দেয়। যাওয়ার সময় তাঁর স্ত্রী শাসিয়ে যায় এরপর আসলে সাদা থান হাতে ধরিয়ে দেবে। এরপর আশাপাশের মহিলারা ঝাঁটা হাতে বেরিয়ে আসেন। ভয়ে ট্যারা বিশু তার দলবল নিয়ে পালিয়ে যায়।
এলাকার মহিলা অপর্ণা মণ্ডল বলেন, ট্যারা বিশু একজন মাটি মাফিয়া, জমির দালাল। এর আগেও এই ভাবে এলাকার বাসিন্দারদের হুমকি দিয়ে গুন্ডারাজ তৈরি করছিল বিশু। বাইরে থেকে দলবল এনে মহিলাদের অসম্মান করার চেষ্টা করেছিল। আমাদের জীবন থাকতে এই এলাকা সন্দেশখালি করতে দেব না। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

