সারদার কালিমা থেকে মুক্তি পেতেই সিআইডি’কে দিয়ে চাপ দিয়ে শুভেন্দু ও সুজনের নাম সামনে আনার চেষ্টা করছে তৃণমূল: সুকান্ত মজুমদার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ সেপ্টেম্বর: সারদা চিটফান্ডের বস্তা বস্তা টাকা পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশন ময়দানে প্রকাশ্য সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে জেলা বিজেপির ডাকে প্রকাশ্য সমাবেশে মূল বক্তা ছিলেন সুকান্ত বাবু।

তিনি বলেন, “কুনাল ঘোষ বলেছিলেন সারদার বস্তা বস্তা টাকা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। এই কালিমা থেকে মুক্তি পেতেই সিআইডি’কে দিয়ে চাপ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তির নাম সামনে আনার চেষ্টা করছে তৃণমূল। এটা জঘন্য অপরাধ, সিআইডি নয়, অন্য কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত করা উচিত।”

অনুব্রত মন্ডল প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, “স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা, অনুব্রতর হাত ধরেছেন, দিদিও ডুববেন। আসলে দিদি জানেন সিবিআইয়ের কাছে কেষ্টা মুখ খুললে দলের দুই বড় ব্যাটসম্যান আউট হয়ে যাবে। তাই গরু চোরকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলছেন। এদিনের বক্তব্যে রাজ্য পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বাগুইহাটিতে দুই ছাত্র খুনের ঘটনায় পুলিশের ব্যর্থতা সামনে এসেছে। আজকেও টিটাগড়ে এক কিশোরী গণধর্ষিতা হয়েছে। যারা এই ঘটনার প্রতিবাদ করছেন তাদের পুলিশ মারধর করেছে। আসলে শান্তিনিকেতন ও দিদির বাড়ি পাহাড়া দেওয়াই রাজ্য পুলিশের প্রধান কাজ।

এদিনের মঞ্চ থেকে নবান্ন অভিযান কর্মসূচিকে সফল করার আবেদন জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন,
“নবান্নের চৌদ্দ তলায় একজন রানী মৌমাছি বসে আছেন। যিনি বহু দুর্নীতির সাথে যুক্ত, তাকে না সরালে গণতন্ত্র বাঁচবে না। সেই লক্ষেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।

এদিনের সভায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, দলের জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *