আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জানুয়ারি:
বিজেপি বি টিম তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে বসে এমনই অভিযোগ করলেন মিমের রাজ্য কনভেনর জামিরুল হুসেন। আজ জামিরুলবাবুর পৈত্রিক ভিটে বোগ্রামে আসেন। সেখানে তিনি জেলার বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, বিজেপিকে শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত এবং শুভেন্দু অধিকারির মত নেতারা বিজেপিতে গিয়ে সেই দলকে শক্তিশালী করেছে। মিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নানান অভিযোগ করতেই পারে। তাদের মূল শত্রু বিজেপি। তবে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সার্বিক ব্যর্থতা, দুর্নীতির বিরুদ্ধে তারা প্রচার করবে। মালদা জেলায় মিমকে আগামীতে সভা করতে না দিলে আগামী ৫ জানুয়ারি সেখানে জোর করে সভা করবে মিম।
আজ রায়গঞ্জে বসে মিমের রাজ্য আহ্বয়ক জামিরুল হুসেন জানান, প্রশাসনের অনুমতি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মালদা জেলায় মিমের সভা করার কথা থাকলেও গতকাল রাতে মালদা জেলা প্রশাসন সেই সভা করার অনুমতি বাতিল করার নির্দেশ জারি করেন। অনুমতি বাতিল করায় পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত রাখতে হয়েছে। আগামী ৫ জানুয়ারি সভার অনুমতি চেয়ে স্থানীয় নেতারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন সেই অনুমতি না দিলে ওইদিন তার দল সেখানে জোর করে সভা করার সিদ্ধান্ত নিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিমের রাজ্য আহ্বায়ক জামিরুল হুসেন।