আমাদের ভারত, ৩ জানুয়ারি:রবিবার সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে সৌরভ গাঙ্গুলির সাথে সরাসরি কথা বলেন। মোদী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কথা বলেছেন স্ত্রী ডোনা গাঙ্গুলির সাথেও। অন্যদিকে শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সৌরভের একাধিকবার খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার সারারাত সৌরভ গাঙ্গুলির কেবিনেই ছিলেন ডোনা গাঙ্গুলি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন ভালো আছেন দাদা। কথা বলছেন ঠিকঠাক। স্বা
এরপরে সকাল দশটা নাগাদপ্রধানমন্ত্রী ফোন করেন তার সঙ্গে সরাসরি কথা হয় মহারাজের। শোনা যাচ্ছে প্রয়োজনে বিদেশে গিয়েও চিকিসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার হাসপাতলে ভর্তি হওয়ার পর থেকেই বিজেপি নেতাদের মাধ্যমে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়োজনে দিল্লির এইমসে সৌরভকে স্থানান্তরিত করার পরামর্শও একবার তিনি দিয়েছেন।
জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় শারিরীক বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সম্ভবত নির্ধারণ করবেন ডক্টর দেবি শেঠি। এই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সোমবার ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে দেখতে যেতে পারেন। সৌরভকে দেখার পর উডল্যান্ডের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে শেঠি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে মহারাজের পরিবার সূত্রে খবর।
রবিবার উডল্যান্ড হাসপাতালের তরফে সৌরভে স্বাস্থ্য সংক্রান্ত দুবার দুটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। সকাল আটটাতে প্রথম বুলেটিন প্রকাশ করা হয় এরপর দুপুর ১টা নাগাদ পরবর্তী বুলেটিন প্রকাশ করা হয়। সৌরভের শরীর এখন ভালো আছে। তার সব রিপোর্ট মোটের উপর ভালো বলেই দেখা গেছে। তবু সৌরভের বাকি দুটি স্ট্রেন্ট বসাতে হবে কিনা সেই বিষয়টি পরীক্ষা করে জানাবেন শেঠি। সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার সকালে বাড়িতে জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান সৌরভ। তারপরই পরিবারের তরফে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন। জানা যায় তার তিনটি ব্লকেজ আছে। দ্রুত এনজিও প্লাস্ট করে একটি ব্লকেজ খোলা হয়।